Text size A A A
Color C C C C
পাতা

প্রকল্প

 

প্রকল্পের নাম

                                   সার সংক্ষেপ

১।  চাষী পর্যায়ে উন্নতমানের ধান,গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প।

চাষী পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে আধুনিক জাতের ধান,গম ও পাট বীজ উৎপাদন করে  প্রতিবেশী চাষীদের মাঝে বীজ বিনিময় করে ক্ষেত্র বিশেষে বাজার দর অনুযায়ী বীজ বিক্রয়ের মাধ্যমে আধূনিক  বীজের চাহিদা পূরন করা এই প্রকল্পের উদ্দেশ্য।

২। চাষী পর্যায়ে উন্নতমানের ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্প।

চাষী পর্যায়ে প্রদর্শনীর মাধ্যমে আধুনিক জাতের ডাল,তেল ও  পেয়াজ বীজ উৎপাদন করে  প্রতিবেশী চাষীদের মাঝে বীজ বিনিময় করা, ক্ষেত্র বিশেষে বাজার দর অনুযায়ী বীজ বিক্রয়ের মাধ্যমে আধূনিক  বীজের চাহিদা পূরন করা এই প্রকল্পের উদ্দেশ্য।

৩। কন্দাল ফসল উন্নয় প্রকল্প ।

কন্দাল ফসল আবাদ  কলা কেৌশল শেখানো, অর্থাৎ সার্বিক উৎপাদন বৃদ্ধি করে কৃষকের আর্থ সামাজিক উন্নয়ন এই প্রকল্পের মুল উদ্দেশ্য

৪। খামার যান্ত্রিকীকরণের  মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি।

আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে ফসল উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে ২৫% ভর্তুকির মাধ্যমে কৃষক পর্যায়ে আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

৫। এসআরএস পিডিএস

ধান গবেষণা মাঠে ধান ফসলের গড় ফলনের তুলনায় চাষী পর্যায়ে ফলন অনেক কম হয়। এই ফলন পার্থক্য কমিয়ে আনার লক্ষ্যে এই প্রকল্প কাজ করে যাচ্ছে।