Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

 উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলা এর ওয়েবপোর্টালে আপনাকে স্বাগতম


শিরোনাম
ভোলায় জিঙ্ক ধানের বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ক কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
বিস্তারিত

পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় 'জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন' বিষয়ক  দিনব্যাপী লিড ফার্মার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ-এর অর্থায়নে কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। 

ভোলার উপ-পরিচালক মো. খায়রুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবাইদুর রহমান মণ্ডল এবং বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার।  সভাটি সঞ্চালনা করেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামিম আহমেদ। 

প্রশিক্ষণে হারমেটিক সাইলো বা বায়ুরোধী পাত্র ব্যবহার করে বীজ সংরক্ষণের আধুনিক কৌশল হাতে-কলমে শেখানো হয়। এই পদ্ধতিতে বীজ রাখলে তা পোকামাকড় ও আর্দ্রতা থেকে সুরক্ষিত থাকে, ফলে বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা অটুট থাকায় পরবর্তী মৌসুমে ভালো ফলন পাওয়া যায়।


অংশগ্রহণকারী কৃষকরা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এ প্রশিক্ষণ তাদের নতুন প্রযুক্তি জানতে ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। কর্মশালা শেষে সকল কৃষকের মাঝে বীজ সংরক্ষণের জন্য একটি করে হারমেটিক সাইলো বিতরণ করা হয়।

দৈনিক জনকণ্ঠ

ছবি
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
18/08/2025
আর্কাইভ তারিখ
18/08/2026